জ্ঞানমনস্ক আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে রাষ্ট্রের সামগ্রিক জনগোষ্টীর নিবিড় প্রত্যাশা পূরণে নিজ সক্ষমতা অনুযায়ী সবোর্চ্চ প্রয়াস নিয়োজিত করা গণগ্রন্থাগার অধিদপ্তর ও এর অওতাধীন বিভাগীয় ও জেলা সরকারি গণগ্রন্থাগার সমূহের মূখ্য কাজ। প্রধানতঃ আলোকবর্তিকাবাহী বই পাঠে সবর্সাধারণকে অবিরাম উদ্বুদ্ধ করা এবং বিজ্ঞানভিত্তিক আধুনিক তথ্য-প্রযুক্তি-সন্বলিত সুবিধাদির দ্বারা সময়-সাশ্রয়ী কাযর্কর তথ্যসেবা প্রদান করা এ প্রয়াসের অন্তর্ভুক্ত। এ লক্ষ্য অর্জনে জেলা সরকারি গণগ্রন্থাগার, নওগাঁ সাম্প্রতিক বছরগুলিতে (বিগত তিন বছর) গণগ্রন্থাগার অধিদপ্তরের রাজস্ব ও উন্নয়ন খাত থেকে প্রাপ্ত ৩,৮৫৪ (তিনহাজার আটশত চুয়ান্ন) টি পুস্তক সংগ্রহ করেছে এবং পাঠকদের ব্যবহারের জন্য পাঠকক্ষে সরবরাহ করা হয়েছে। ক্রমান্বয়ে পাঠক সংখ্যা ও পাঠভ্যাস বৃদ্ধি কার্যক্রম জোরদারকরণে উৎসাহ প্রদানের জন্য দেশব্যাপি জাতীয় দিবসভিত্তিক রচনা, বইপাঠ, ছড়া ও কবিতা আবৃত্তি এবং হাতের সুন্দর লেখা, চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করছে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদেরকে পুরস্কার হিসাবে মহামূল্যাবান বই এবং সনদপত্র প্রদান করেছে। এ সময়ে প্রায় ১,৯০,০০০ জন পাঠককে পাঠকসেবা এবং তথ্য ও রেঠারেন্স সেবা প্রদান করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহন,চিঠিপত্র প্রেরণ, টেলিফোন ও ব্যাক্তিগত ভাবে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন শ্রেণির প্রায় ২৫,০০০ মানুষের কাছে জেলা সরকারি গণগ্রন্থাগার, নওগাঁ-এর বিভিন্ন সেবা সম্পর্কে ব্যাপকভাবে প্রচারনা চালানো হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণগ্রন্থাগার অধিদপ্তর, জেলা সরকারি গণগ্রন্থাগার নওগাঁর কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বেসরকারি গণগ্রন্থাগার পরিদর্শন ও তালিকাভূক্তিকরণ এবং গ্রন্থাগারের সদস্য অন্তভূর্ক্তিকরনের কাজেও এসেছে গতিশীলতা। অতিসম্প্রতি বেঙ্গল ফাইন্ডেশন থেকে তাদের প্রকাশিত চিত্রকলা, আর্ট ক্যাটালগ, ফোলিও ইত্যাদি বিষয়ক ৫৭০ টি বই জেলা সরকারি গণগ্রন্থাগার, নওগাঁ এর জন্য সংগ্রহ করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS